কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী, উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্যসমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস এর উদ্যোগে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা যায় যে, গত সোমবার ( ৩ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ কে এম আব্দুল্লাহ এর সভাপতিত্বে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথির হিসেবে উপস্হিত ছিলেন হবিগঞ্জ স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ নাজমুল হাসান। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি আলমগীর খান এবং আয়োজক জেলা তথ্য অফিসার পবন চৌধুরী৷ এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়া বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ জনপ্রতিনিধিগণ।