কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ একে এম মোস্তাফিজুর রহমানকে বদলী করা হয়েছে। জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট এর সহকারী পরিচালক ডাঃ মোহাম্মদ নুরুল হককে হবিগঞ্জের সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার(৪ জানুয়ারি) স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডাঃ মোহাম্মদ নুরুল হককে হবিগঞ্জের সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়।