মোঃ ফারুক হোসেন, জেলা প্রতিনিধি শরীয়তপুর: শরীয়তপুর জাজিরা উপজেলার টিএন্ডটি মোড়ে জাল দলিল লেখকদের বিরুদ্ধে ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তকভুগী নেপাল ভক্ত ও এলাকার সাধারণ জনগণ। সাংবাদিক সম্মেলনে দলিল লেখকদের সনদ বাতিলের দাবীও জানানো হয়।
বুধবার (২ ফেব্রুয়ারী) বেলা একটার দিকে জাজিরা উপজেলার প্রাণকেন্দ্র টিএন্ডটি মোড়ে আয়োজিত এ সংবাদ সম্মেলন থেকে ভুক্তভুগী নেপাল ভক্ত জানান, আমরা ৪ ভাই। বড় ভাই আজ প্রায় ৪০ বছর যাবত ভারতে থাকেন। তাই তিন ভাই মিলে জমি সমবন্টন করে ভোগ দখল করে আসছিলাম। কিন্তু দলিল লেখক জাহাঙ্গীর চৌকিদার, মিঠু ফকির ও তাদের সহযোগী দানেশ খাঁ মিলে আমার দুই ভাইকে প্রলোভন দেখিয়ে জাল দলিল তৈরি করে আমাদের সমবন্টনের ভোগদখলের জমি নিয়ে যায় সেজো ভাই স্বপন ভক্তের নামে। এ ব্যাপারে আমি কোর্টে মামলা দায়ের করলে, তদন্তভার পরে সিআইডির উপর। দীর্ঘ অনুসন্ধানে সিআইডি আসামীদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট পেশ করে। সে মামলায় আসামিরা এখনো কারাগারে রয়েছেন। এখন মামলা তুলে নিতে তার সহযোগীরা আমাকে প্রাণনাশ সহ নানাভাবে হুমকি ধামকি দিয়ে চলেছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। নেপাল ভক্ত আরো জানান, এই জাল দলিল লেখকদের কারণে এখন এলাকায় অনেক ঘরেই ভাইয়ে ভাইয়ে শত্রুতা সৃষ্টি হয়েছে। আমি তাদের সঠিক বিচার চাই পাশাপাশি তাদের দলিল লেখক সনদ বাতিলের দাবী জানাচ্ছি।