আব্দুল্লাহ আল লোমান,জামালপুর জেলা প্রতিনিধি: স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেছেন,যে দল জন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্ন দেখাবেন, সেই স্বপ্ন পূরনের জন্য কাজ করবেন,তখনি সেই দল ক্ষমতায় আসতে পারে।এমন লক্ষ্য নিয়ে কাজ করলেই দেশটার উন্নতি করা সম্ভব।কিন্তু স্বাধীনতা বিরুধীদের স্বপ্ন পূরনের জন্য এবং বাংলাদেশে পাকিস্তানের উদ্দেশ্য কায়েমের জন্য কাউকে ক্ষমতায় আসতে দেওয়া যাবেনা।
শনিবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদের ৫শ আসন বিশিষ্ট ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদের আয়োজনে জেলা প্রশাসক মোর্শেদা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি,সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা,জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী,উপজেলা পরিষদের চেয়ারম্যান জামান আব্দুন নাসের বাবুল,পৌর মেয়র আব্দুল কাদের শেখসহ আরও অনেকেই।