নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উদং গ্রামে শুক্রবার দুপুরে আবদুল্লাহ আল নোমানের বাড়ি থেকে লোজ লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই গ্রামের হারেছ উদ্দিনের পুত্র তৌহিদ (৫) মৃত্যু বরণ করেছে। শিশুটিকে বিদ্যুৎ স্পৃষ্টের পর নান্দাইল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুর খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল করে এবং নান্দাইল মডেল থানায় একটি অপমৃত্যু মামলা নথিভূক্ত হয়েছে বলে অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান। নান্দাইল পল্লী সমিতির ডিজিএম জানান উত্তম কুমার সাহা জানান, ক্ষতিগ্রস্থ ব্যক্তি সরাসরি মামলা না করলে আমাদের কিছু করার নেই। স্থানীয়ভাবে বিষয়টি আপোষ ফয়সালা করা হয়ছে বলে জানতে পেরেছি।