মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকায় ইসলামিক ফোরাম অব আফ্রিকা ঘাউটেং প্রভিন্সের ২০২২ সালের নির্বাচন সম্পূর্ণ হয়েছে।
৬ফেব্রুয়ারি রবিবার জোহানসবার্গের আই এফ এ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ” জনশক্তি সমাবেশ” অনুষ্ঠানে ঘাউটেং প্রভিন্সের নির্বাচন সম্পন্ন করা হয়।
অত্র ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঘাউটেং প্রভিন্সের সভাপতি মোঃ আলী আকবরে সভাপতিত্বে ও প্রভিন্স সেক্রেটারি মো.শরীফ উদ্দিনের পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিরাজুল ইসলাম।
এতে প্রধান মেহমান হিসেবে আলোচনা রাখেন, ইসলামিক ফোরাম অব আফ্রিকার সম্মানীত সভাপতি মুহতারাম মোঃ মোশাররফ হোসাইন।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরামর্শ সভার অন্যতম সদস্য ও অফিস সম্পাদক আবুল কাশেম, কেন্দ্রীয় পরামর্শ সভার অন্যতম সদস্য ও কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক কাজী আব্দুল হান্নান।
এ সময় বক্তব্য রাখেন ঘাউটেং প্রভিন্সের অফিস সম্পাদক তৈহিদুল ইসলাম বিপন, প্রকাশনা সম্পাদক মোয়ারেফ হোসেন রতন, তারবিয়াহ সম্পাদক শেখ মাসিদ, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, আইটি সম্পাদক আব্দুল কুদ্দুস ।
আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও ফ্রাইবার্গ অঞ্চল সভাপতি বনিয়ামীন, ঘাউটেং প্রভিন্স অর্থ সম্পাদক আমিরুল ইসলাম, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার কাউন্সিল অব সাউথ আফ্রিকার সভাপতি আব্দুর রহিম প্রমুখ।।
অত্র অঞ্চলের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি মু. আলী আকবর এবং সেক্রেটারি নির্বাচিত হন মু.শরীফ উদ্দিন।
২০২২ সালে যারা ঘাউটেং প্রভিন্সে যারা দায়িত্বপালন করবেনঃ সভাপতি মু. আলী আকবর, সেক্রেটারি মু. শরীফ উদ্দিন, অফিস সম্পাদক তৈহিদুল ইসলাম বিপন, সমাজ কল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম, পাঠাগার আশাফাকুজ্জামান দিপু, অর্থ সম্পাদক মোয়ারেফ হোসেন রতন, তারবিয়াহ সম্পাদক হাফেজ শেখ মাসিদ, দাওয়াহ সম্পাদক আব্দুল মতিন, প্রকাশনা সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, তথ্যও গবেষণা সম্পাদক জোবায়ের সিদ্দিকী।
এছাড়াও ইসলামী সংগীত পরিবেশন করে রেনেসাঁ কালচারাল গ্রুপ।
অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে দেশ-বিদেশি করোনা ওমিক্রনে আক্রান্ত অসুস্থ সকল মুসলিম উম্মাহর জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।