এস,এন,কায়সার জুয়েল /টেকনাফ প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের কলেজপাড়া হাইস্কুলের সামনে থেকে র্যাব -১৫ অভিযান চালিয়ে ১০ হাজার,২শত ৫০ পিস ইয়াবাসহ একজন কে আটক করেছে।
৯ ফেব্রুয়ারি রাতে র্যাব -১৫ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার কলেজপাড়া হাইস্কুল গেইট এর সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা কর হয় ।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক ব্যক্তিকে আটক করে। টেকনাফ পৌরসভা ,আলিয়াবাদ ৫ নংওয়ার্ড এলাকার
নুর সালাম এর পুত্র মোঃসিদ্দিক ( ৪০ ) মাতা – মৃত ফাতেমা বেগম । সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক অধিনায়ক মোঃ বিল্লাল উদ্দিন জানান,
তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১০ হাজার ,২শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।