জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ৭ ফেব্রুয়ারি (সোমবার) হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বারুণীর স্নান উপলক্ষে মহাসড়কস্হ কলঘর সংলগ্ন এলাকায় বরুমতি মেলা অনুষ্ঠিত হয়।
দীর্ঘ দেড় শতক বছর ধরে অনুষ্ঠিত হওয়া এই মেলায় বিভিন্ন স্থান হতে শত শত নারী-পুরুষ সমাগম ঘটে। তাদের মতে মানত করে বরুণী স্নান করলে মনের বাসনা পূর্ণ হয়। এদিকে মেলায় অন্যান্য দোকানপাটের পাশাপাশি প্রচুর মানকচু উঠেছে। বলা যায় মানকচুরই মেলা। প্রকারভেদে এক একটি কচু বিক্রি করা হচ্ছে ২শত থেকে দেড় হাজার টাকায়।
মেলা কমিটির সভাপতি রূপঙ্কর চক্রবর্তী,মেলা পরিচালনা কমিটির সদস্য শুভ দে বলেন, এ বারুণী স্নান প্রতিবছরই সামনে রেখে প্রতিবছর মেলা আয়োজন করে আনন্দ উৎসব পালন করেন। মেলায় আসা দর্শনার্থী সত্তরোর্ধ্ব রুক্কুনী পাল বলেন, সকালে মানত করে স্নান শেষে মেলা দেখতে আসলেন বলে তিনি জানান।