কফিল উদ্দিন চকরিয়া প্রতিনিধি (কক্সবাজার): কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারার মাঝের পাড়ি – সুরাজ পুর মাতামুহুরি ব্রীজর রেলিং থেকে পড়ে জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক যুবকের আকস্মিক মৃত্যূ হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে এশারের নামাজ পড়ে সবার সাথে ব্রীজের রেলিং এর উপর বসে গল্প করছিলেন হঠাৎ রেলিং থেকে নিচে পড়ে গিয়ে দুর্ঘটনা গঠে।
নিহত-জাহাঙ্গীর আলম(৩৫) কাকারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিয়ারিপাড়া গ্রামের আবুল কাশেমের প্রথম ছেলে।
মৃত্যূর বিষয়টি নিশ্চিত করে স্হানীয় চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন,রাত ৮টা ৭মিনিটের সময় ছেলে আমাকে ফোন করেছে।ফোনে জানতে চাইছে ভোটার সংক্রান্ত তথ্য।কথা শেষে বোধয় ছেলেটি ব্রীজের রেলিংনে বসে গল্প করছিলেন ।এমতাবস্থায় হঠাৎ নাকি সে পিছনের দিকে ঝুঁকে নিচে পড়েছে বলে। স্হানীয়রা জানান।পরে তাকে স্হানীয়রা উদ্ধার চকরিয়া হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদরে রেফার করেন।এরপর তাকে সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান বলে জানিয়েছেন।