এনামুল হাসান: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ৬’শ ২৫ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন – আঃ কালাম মুন্সী (৪০), রাসেল গাজী (৩৮) ও নাজিম উদ্দিন (২৬)। এসময় তাদের কাছ থেকে চারটি মুঠোফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।
র্যাব বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রোববার (০৬ ফেব্রুয়ারী) সকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘাপুর এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে।
অভিযানে অ্যাম্বুলেন্স যোগে ফেন্সিডিল পাচারকালে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ৬’শ ২৫ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।