জাহাঙ্গীর আলম ব্যুরো প্রধান চট্টগ্রাম: উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে । নির্বাচনে জয়লাভ করেছেন বোরহান-সিরাজ প্যানেল। অন্যদিকে মোজাম্মেল-লোকমান প্যানেলের লোকমান হোসেন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
বুধবার (১২ জানুয়ারি) সকাল ৮টা থেকে রেলওয়ে পূর্বাঞ্চল সিআরবি ভবনে ভোট গ্রহণ শুরু এবং বিকেল ৪টায় শেষ হয়। সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মিন্টু বড়ুয়া।
নির্বাচনে সভাপতি পদে মো. বোরহান উদ্দিন (চিফ মেকানিকাল অফিসার, রেলওয়ে পূর্ব) সভাপতি পদে ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, এএম সালাউদ্দীন (সিওপিএস, রেলওয়ে পূর্ব)। তিনি পেয়েছেন ১০৭ ভোট। মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক পেয়েছেন ৭২ ভোট।
সাধারন সম্পাদক হিসেবে সিরাজুল ইসলাম (রেল শ্রমিক লীগ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক) ৩৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে মো. শামীম শাহরিয়ার পাপ্পু পেয়েছেন ৯৪ ভোট।
সহ-সভাপতি পদে ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লোকমান হোসেন (কেন্দ্রীয় রেল শ্রমিক লীগের কার্যকরী সভাপতি)।
পরিচালক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. জাফর আলম ডাব প্রতীকে ৩০৬ ভোট, গাজী তাহের উদ্দিন মোমবাতি প্রতীকে ২৯০ ভোট, আমীর হোসেন লাটিম প্রতীকে ২৭০ ভোট, গাজী মো. জাকারিয়া পদ্মফুল প্রতীকে ২৬০ ভোট, মো. সেলিম আম প্রতীকে ২৩৯ ভোট, মো. ইউসুফ ঘোড়া প্রতীকে ১৯২ ভোট, চৌধুরী শরাফত করিম হরিণ প্রতীকে ১৮৫ ভোট, মো. মনিরুজ্জামান হাতি প্রতীকে ১৭১ ভোট, মো. হাবিবুর রহমান টেবিল প্রতীকে ১৬৫ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি পদে মো. বোরহান উদ্দিন আমার সময়কে বলেন, ভোটররা আমাদের ওপর আস্থা রেখে আম আদেরকে নির্বাচিত করেছেন। আমি তাদের বিশ্বাসের প্রতিদান দিতে চাই। হাউজিং সোসাইটিকে ঘিরে সদস্যদের সব আশা পূরণের সর্বোচ্চ চেষ্টা থাকবে৷
নির্বাচনে ২২জন প্রার্থী অংশ নেন। সভাপতি পদে ৩জন, সহ-সভাপতি পদে ৩জন, সাধারন সম্পাদক পদে ২জন ও পরিচালক পদে ১৪জন। মোট ভোটার ছিলেন ৬৭৮জন।