মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারা: চট্টগ্রামে আনোয়ারা থানার নবাগত অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছানের সাথে “আনোয়ারা সাংবাদিক সমিতি’” সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ আগস্ট) থানার ওসির রুমে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আনোয়ারা থানার নবাগত অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান বলেন,উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেতেছি।পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অপরাধ নির্মূলে ভূমিকা পালন করেন। সাংবাদিক এবং পুলিশের কাজ আলাদা হলেও উদ্দেশ্য এক। এলাকা মাদক মুক্তসহ আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সার্বিক সহযোগীতা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন- থানায় ওসি তদন্ত রহিম সরকার, আনোয়ারা সাংবাদিক সমিতি’র সভাপতি রুপন দত্ত,সহ- সভাপতি রানা সাত্তার, সাধারণ সম্পাদক এনামুল হক নাবিদ,সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ জাবেদুল ইসলাম, দপ্তর সম্পাদক জাহিদ হাসান হৃদয়, প্রচার সম্পাদক রিয়াদ হোসেন,পাঠাগার ও সমাজসেবা সম্পাদক শেখ আবদুল্লাহ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আরমান হোসেন প্রমুখ।